আর্কাইভ থেকে ফুটবল

২০২৬ বিশ্বকাপ মিশনে যাদের বিপক্ষে প্রথম মাঠে নামবে মেসিরা

৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের প্রায় চার মাস পেরিয়ে গেছে। অলবিসেলেস্তাদের সামনে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ মিশন। এই বছরেই আগামী বিশ্বকাপকে সামনে রেখে বাছাই পর্ব খেলতে মাঠে নামতে হবে মেসিদের।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব।

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্টালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে বর্তামান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও এখনো ঠিক করা হয়নি প্রতিপক্ষ।

২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চলতি বছরই আর্জেন্টিনাকে আতিথ্য দেবে। ২০২৫ সালে ফিরতি ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন