আর্কাইভ থেকে বাংলাদেশ

সিরিজ জিততে পাকিস্তানকে করতে হবে ১০৯ রান

আরেকটি লো-স্কোরিং ম্যাচ। আবারো ব্যর্থ টাইগার ওপেনাররা। এবার সফল টপঅর্ডার। মিডল অর্ডারের সাপোর্ট না পাওয়ায় বিশাল লক্ষ্য দিতে অক্ষম বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১০৮ রান।

শনিবার (২০ নভেম্বর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। এদিনও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

ব্যাটিংয়ে নেমে আরো একবার ব্যর্থ টাইগার ওপেনার। দলীয় একরানে আফ্রিদির বলে খালি হাতে ফেরেন আগের ম্যাচের অভিষিক্ত সাইফ। দ্বিতীয় উইকেট পড়ে চার রান পর। এবার ওয়াসিমের শিকার আরেক ওপেনার নাঈম। দলীয় রান তখন পাঁচ। তৃতীয় উইকেটে নিজেদের সামলানোর দায়িত্ব নেন আফিফ ও শান্ত। দলীয় ৫১ রানে বিদায় নেন আফিফ। ব্যক্তিগত ১২ রান হারিসের বলে ফেরেন মাহমুদউল্লাহ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করা শান্ত ফেরেন দলীয় ৮২ রানে। 

৮৮ রানে ৬ষ্ঠ উইকেট হিসেবে ফেরত যান মেহেদী। ১০২ রানে নুরুল হাসান সোহান আউট হন ৭ম উইকেট হিসেবে। পাকিস্তানের হয়ে আফ্রিদি ও শাদাব দুইটি করে এবং ওয়াসিম, রউফ ও নওয়াজ একটি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন