আর্কাইভ থেকে দুর্ঘটনা

ময়মনসিংহে ব্রিজ ভেঙে নদীতে লরি ও প্রাইভেটকার

ঢাকা টু ময়মনসিংহ রোডের ত্রিশাল থানা সংলগ্ন চেলের ঘাট ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে একটি লরি ও প্রাইভেটকার। এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চার লেন সড়কে চেলের ঘাটে দুইটি ব্রিজের মধ্যে স্টিলের ব্রিজটিতে অতিরিক্ত ওজনের একটি লরি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় স্টিল ব্রিজের মাঝখানে পৌছালে বিকট শব্দ করে ধসে পড়ে যায়। এ সময় ব্রিজে থাকা আরেকটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম গণমাধ্যমে বলেন, এ ঘটনায় কেউ মারা যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন গণমাধ্যমে বলেন, পাশে আরেকটি ব্রিজ থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন