আর্কাইভ থেকে বাংলাদেশ

আদালত অবমাননায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে রুল

সাভারের অবৈধভাবে বংশী নদী দখলকারীদের উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ এবং তালিকা জমা দিতে আদালতের নির্দেশনা না মানায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার জেলা প্রশাসকসহ ৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে রুল দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

রিট আবেদনকারী ও আইনজীবী মো. বাকির হোসেন মৃধা নির্দেশনা না মানার বিষয়টি আদালতের নজরে আনলে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল দেন।

আদালত অবমাননায় তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না রুলে তা জানতে চেয়েছেন আদালত। বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

আইনজীবী বাকির হোসেন মৃধার করা রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালে ২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ ৪ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বংশী নদীর দখল ও দূষণ বন্ধে নেয়া উদ্যোগ এবং ৬০ দিনের মধ্যে দখলকারীদের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

মৃধা বলেন, কর্মকর্তারা ওই নির্দেশনা মেনে কোনো প্রতিবেদন জমা দেননি। হাইকোর্টের নির্দেশনা না মানা আদালত অবমাননার শামিল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন