আর্কাইভ থেকে দুর্ঘটনা

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

রাজধানীর মুগদা এলাকায়  রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি সেফালী (৫৫)।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। 

পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চার জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর শরীরের ২৫ শতাংশ, মা প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ এবং নানী সেফালীর শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কিত আরও পড়ুন