আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানকে ১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

শেষ ম্যাচেও বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। সাত উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১২৪ রান।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২৭ রানের পুঁজি পাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে তোলে মাত্র ১০৮ রান।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম ও উসমান কাদির। এক উইকেট করে নেন দাহানি ও রৌফ।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যেই পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ ক্রিকেট দল এখন হোয়াইটওয়াশের মুখে। নিজ মাঠে হোয়ইটওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেতে টাইগাররা।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচেও টস জিতে ব্যাট করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম হোসেন পাটওয়ারি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহেদি হাসান, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম  আহমেদ এবং আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাউজ দাহানি।

এ সম্পর্কিত আরও পড়ুন