আর্কাইভ থেকে ক্রিকেট

ফিরমিনহোকে বার্সায় যেতে নিষেধ করলেন রিভালদো

চলতি সিজনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের। ক্লাবটির সঙ্গে আর নতুন চুক্তিতে যাবেন না তিনি। তাই সামনের সিজনে ফ্রী এজেন্ট হয়ে নতুন কোন ক্লাবে ঠিকানা খুজে নেবেন ফিরমিনহো।

এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ফিরমিনহোকে দলে ভেড়াতে চেষ্টা করছে। কিন্তু তাঁকে বার্সায় যেতে নিষেধ করলেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী এবং বার্সেলোনা কিংবদন্তি রিভালদো। তার মতে, জাভি হার্নান্দেজের অধীনেস বেশি প্লে-টাইম পাবেন না ফিরমিনো।

বেটফেয়ারের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো বলছেন, ‘আমি জানি আরও অনেক ব্রাজিল ফুটবলারের মতোই ফিরমিনোও বার্সায় খেলার স্বপ্ন দেখে এবং সে তার স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু আমার মতে, সে আগে জেনে নিক ওই দলে তাকে কোন পজিশনে খেলানো হবে।’

স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিলে বেশিরভাগ সময় ফিরমিনো প্লেয়িং টাইম কম পাবেন মনে করে রিভালদো বলেন, ‘জাভি সবসময়ই একজন মূল ফরোয়ার্ডকে দলে খেলায়। সেই জায়গায় ইতোমধ্যে রবার্ট লেভান্ডফস্কি রয়েছে। হয়তো ফিরমিনো গেলে তার কৌশলে পরিবর্তন আনতে পারে। তবে আমার মনে হচ্ছে, কয়েক মিনিটের জন্য ফিরমিনোকে নামানো হবে, বাকি সময় সে বেঞ্চে বসে কাটাতে হবে। এর মাধ্যমে তার সুন্দর অতীত নষ্ট হয়ে যেতে পারে। কেননা লিভারপুলে সে লিডিং রোলে থাকা প্লেয়ারদের একজন ছিল।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন