আর্কাইভ থেকে ক্রিকেট

৭১ বছরের ইতিহাস ভেঙে রেকর্ড গড়লেন জয়াসুরিয়া

সবশেষ এই চিত্র দেখা গিয়েছিল ১৯৫০ সালে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলফ ভ্যালেন্টাইন ৮ টেস্ট ম্যাচে খেলে ৫০ উইকেট নিয়েছিলেন। যেটাই কি না এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটার জয়াসুরিয়া।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ৬ টেস্ট ম্যাচে ৪৩ উইকেট নিয়েছিলেন জয়াসুরিয়া। আর এই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ৪৮-এ পৌঁছান তিনি। এরপর ম্যাচের চতুর্থ দিনে আইরিশদের দ্বিতীয় ইনিংসে পিটার মুরকে আউট করে  পৌঁছে যান ৪৯-এ। রেকর্ড-বইয়ে নাম লেখাতে তার প্রয়োজন ছিল আর মাত্র এক উইকেট।

শুক্রবার (২৮ এপ্রিল) ম্যাচের পঞ্চম ও শেষ দিনে পল স্টার্লিংয়ের উইকেট তুলে নিয়ে জয়াসুরিয়া ভেঙে দেন ৭১ বছরের পুরনো সেই রেকর্ড।

২০২২ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া ৩১ বছর বয়সী জয়সুরিয়া অভিষেকেই ১২ উইকেট তুলে নিয়েছিলেন। যেটি ছিল অভিষেক ম্যাচে চতুর্থ সেরা বোলিং ফিগার। এ ছাড়া সাত টেস্টে এক ইনিংসে ছয়বারই ৫ উইকেট শিকার করেছেন তিনি। আর তিনবার এক ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন