আর্কাইভ থেকে অপরাধ

দিনে সশস্ত্র শোডাউন, রাতে ছিনতাই

রাজধানীর মোহাম্মপুর থেকে কিশোর গ্যাংয়ের ‘ভাইব্বা ল কি’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘদিন ধরেই চক্রটি ছিনতাই চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর কাওরানবাজারে রাবের মিডিয়া সেন্টারে ব্রির্ফিয়ে জানানো হয়, মূলত এই অপরাধী গ্রুপটি লেবেল হাই গ্যাং নামে গ্রুপের অন্তর্ভূক্ত থাকলেও কোন্দলের কারণে পরে তা ভাইব্বা ল কিংসহ নানা গ্রুপে ভাগ হয়ে অপরাধ করতে থাকে।   

এটি ভাইব্বা ল কিং গ্রুপের টিকটক ভিডিও আছে। এই গ্রুপটি দীর্ঘদিন ধরেই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্যে ছিনতাইসহ নানা রকম অপরাধ ঘটিয়ে আসছিলো। তাদের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।  

অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া, মানুষের মধ্যে আতঙ্ক তৈরী করে আধিপত্য বিস্তার করলেও গ্রুপের প্রধান মোহন ছাড়া আর কারো বিরুদ্ধে মামলা নেই।

গ্রুপের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে, ইয়াবা, ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল। 

এ সম্পর্কিত আরও পড়ুন