আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজবাড়ীতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার বাদী হয়ে, রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে মামলাটি করেন। 

মামলার পর আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।  জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার এসব বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মেয়র জাহাঙ্গীর একজন মুখোশধারী হাইব্রিড নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে করেছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দিয়ে ও বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগান্ডা চালিয়ে ইতিহাস বিকৃত করেছেন। বিভ্রান্তি ছাড়িয়েছেন শহিদদের সংখ্যা নিয়েও । এসব বিষয় উল্লেখ করে জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবেদন করা হয়।

অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, মানবিক বাংলাদেশ রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেছেন। শশী আক্তারের পক্ষে মামলাটি আমি লড়ছি। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

উল্লখ্য, কিছু দিন আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহিদদের সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেন।

তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কেদ্রীয় আওয়ামী লীগ থেকে তাকে শোকজ করা হয়। তিনি শোকজের জবাবও দেন। কিন্তু কেন্দ্র এতে সন্তুষ্ট হননি। যে কারণে সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের কেদ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন