আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় হোম কোয়ারেন্টিন সর্বোচ্চ সিকিউরিটি : চসিক মেয়র

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা আতঙ্ক থেকে নগরবাসীকে বাঁচাতে নিজেই মাইক হাতে প্রচারণায় নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।  সোমবার (২৩ মার্চ) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে এ প্রচারণা চালান তিনি।

এ সময় চসিক মেয়র বলেন, করোনা প্রাণঘাতী হলেও অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের গাইড লাইন ফলো করতে হবে সবাইকে। সচেতনতা এ রোগ থেকে বাঁচার পূর্বশর্ত।

তিনি বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাসায় অবস্থানের মাধ্যমে করোনা ছড়ানো থেকে নিজেকে বিরত রাখা সকলের দায়িত্ব। হোম কোয়ারেন্টিন হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি, তা সবাইকে ফলো করতে হবে।

মেয়র আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে মেডিকেল সেন্টারে নিয়োজিত ডাক্তারদের এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন