আর্কাইভ থেকে আন্তর্জাতিক

‘পুতিনকে হত্যাচেষ্টায়’ ক্রেমলিনে ড্রোন হামালা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা

বুধবার (৩ এপ্রিল) রাশিয়ার সরকার এই অভিযোগ করেছে এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে তারা।

তবে হামলায় পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। তারা কথিত হামলাটিকে ‘সন্ত্রাসী’ আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

The dome of the Kremlin was set on fire to celebrate Russia's Defeat Day@KremlinRussia_E@mod_russia#Moscow #Russia#Kyiv #Ukraine 🇺🇦#Kherson #Bakhmut pic.twitter.com/QORymzCZ34

— RakanSlmaan (@RakanSlmaan) May 3, 2023

এ সম্পর্কিত আরও পড়ুন