আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে গরীব কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ’ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় গরীব কৃষকদের ধান কেটে মাড়াই করে দিয়েছেন নাওডাঙ্গা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি বারোমাসিয়া নদীর তীরে কৃষক হাফিজার রহমানের ধান কাটা শুরু করেন।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসাইন জানান, বৃহস্পতিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিনামূল্যে অসহায় কৃষক হাফিজার রহমানের ২৭ শতক জমির ধান কাটাসহ মাড়াই করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, নাওডাঙ্গা ছাত্রলীগ চলতি বোরো ধান কাটা ও মাড়াইয়ে টানা এক সপ্তাহ ধরে গরীব মানুষদের বিনামূল্যে কাটা কর্মসূচি অব্যাহত রাখবেন।

এর আগে গেলো মঙ্গলবার উপজেলা আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক হরি প্রসাদ সেন ও সদস্য সচিব লুৎফর রহমান লাভলুর উদ্যোগে বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের তিন অসহায় গরীব কৃষকদের দুই বিঘা জমির ধান কাটা ও মাড়াই সম্পুর্ন করেন। সেইদি ধান কাটা কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন।

উপজেলার পশ্চিমফুলমতি এলাকার কৃষক হাফিজার রহমান ও উত্তর বড়ভিটা এলাকার কৃষক সাদ্দাম হোসেন জানান, এক বিঘা জমির ধান কাটা ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা ধান কাটা শ্রমিকরা নিচ্ছেন। কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্ষেতের ধান কেটে দিয়ে অনেক টাকা বাচিয়ে দিলেন। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন জানান, আমাদের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধান কাটা কর্মসূচি অব্যাহত আছে। কোন কৃষক যদি কৃষি শ্রমিকদের অভাবে অথবা টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পারেন। সেই সব কৃষক উপজেলা আওয়ামীলীগ অথবা প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে সংগঠনের নেতাকর্মীরা তাদের ধান কেটে দিবেন। সেই তিনি আরও জানান দেশে একমাত্র সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সব সময় কৃষকদের পাশে থেকে কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন