আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলে ম্যাচ হারলো ম্যানইউ

শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ ছিল বেশ। তবে হয়নি শুধু গোল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের খেলাও তখন শেষের পথে। অনেকেই হয়তো ভেবেই বসেছেন ম্যাচ ড্র হবে। তখনই ব্রাইটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে মঞ্চস্থ হয় রোমাঞ্চকর এক নাটকের।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ম্যাচে ম্যানইউয়ের ডি-বক্সে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসলেন ডিফেন্ডার লুক শ। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। নিখুঁত স্পট কিকে দলকে উচ্ছ্বাসে ভাসালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টের।

দুর্দান্ত লড়াইয়ে ব্রাইটনের শেষ মুহূর্তের আঘাতে কুপোকাত ইউনাইটেড

চারে থাকা রেড ডেভিলরা ৩৩ ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা ৬৩। এক ম্যাচ বেশি খেলে পরের অবস্থানে লিভারপুলের পয়েন্ট ৫৯। এদিকে ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকার আশা জাগিয়ে রাখল ব্রাইটনও।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন