আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, লিটন-মুশফিকের হাফসেঞ্চুরি

মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। বিপর্যয় নিয়েই প্রথম সেশন শেষ করে মুমিনুলরা। সেখান থেকে বিপদ কাটিয়ে দলকে এই পর্যায়ে আনলেন মুশফিক-লিটন।

সব মিলিয়ে চা–বিরতিতে যাওয়ার আগে দুই সেশন ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান তুলেছে বাংলাদেশ। ৬২ রানে অপরাজিত লিটন এবং অন্য প্রান্তে ৫৫ রানে অপরাজিত মুশফিক।

২২৩ বলে ১১৩ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন। এ জুটিতে অর্ধশতক তুলে নিয়েছেন দুজনেই।

এর আগে ৩৩ রানেই দুই ওপেনারকে বিদায় নিতে হয়েছে। দলীয় ৪৭ রানের মাথা বিদায় নেন মুমিনুল। এরপর ব্যাট হাতে বেশি সময় মাঠে থাকতে পারলেন না শান্তও।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

এ সম্পর্কিত আরও পড়ুন