আর্কাইভ থেকে ক্রিকেট

আইসিসি অনুমতি না পেয়ে কপাল পুড়লো বাংলাদেশের

শ্রীলঙ্কা ও বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দুই দলের সম্মতিতে দ্বিতীয় ম্যাচটি পুনরায় খেলার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্টিত হওয়ার কথাও ছিল। কিন্তু আইসিসি ম্যাচটি খেলার অনুমোদন দেয়নি। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে ফল না এলেও সিরিজের শেষ ম্যাচে নিগারদের ৫৮ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

পুনরায় ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ হেরে শেষ হলো লঙ্কান মেয়েদের বিপক্ষে বাংলাদেশ নারী দলের সফর।

আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। যে কারণে চাইলেও সিরিজের সূচিতে পরিবর্তন আনতে পারেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন