আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১০২ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠে উঠলো বাবর আজমের দল।

শুক্রবার (৫ মে) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের রেকর্ডের পর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩৪ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৩২ রানে থেমে যায় কিউইদের ইনিংস।

আর এই জয়ে ১১৩ দশমিক ৪৮৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। এতদিন ১১৩ দশমিক ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। আর ১১২ রেটিং পয়েন্টে দুইয়ে ছিল ভারত।

কিন্তু কিউইদের সঙ্গে যদিও এই সিরিজের আগে তালিকার পাঁচে ছিল পাকিস্তান। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে চারে চার জয় তুলে নিয়ে ২০০৫ সালে চালু হওয়া র‍্যাঙ্কিং প্রথায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এলো দলটি।

তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে যাবে পাকিস্তান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন