আর্কাইভ থেকে ফুটবল

মেসি-নেইমারের বাসায় নিরাপত্তা জোরদার

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ঘুরতে গেছেন লিওনেল মেসি। এরপর তাঁকে ক্লাব থেকে দেওয়া হয়েছে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা। এ নিয়ে ফুটবল-বিশ্বে চলছে তুলকালাম। পিএসজির ‘উগ্র’ সমর্থকেরা মেসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, এমন কিছু গালি দিয়েছেন, যা প্রকাশের অযোগ্য।

ওদিকে ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়রের মৌসুম শেষে পিএসজি ছাড়ার গুঞ্জন আছে। ক্লাবের টালমাটাল অবস্থার কারণে পিএসজি ভক্তদের একটা অংশ চান ক্লাবটির কাতারি ধনকুবের ও প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও পদত্যাগ করুক।

এসব দাবি নিয়ে পিএসজির এক দল সমর্থক ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবারের ওই আন্দোলনে কয়েকশ ভক্ত ছিল। তারা স্লোগান তোলে, ‘প্যারিস আমাদের, চিরকাল আমাদেরই থাকবে। নেইমার দ্রুত ফিরে যাও, আমাদের দল ভাড়াটে খেলোয়াড়ে ভরে গেছে, মেসিকে ভাগিয়ে দাও এবং নাসের আল খেলাইফিকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

এসব ঘটনার পর প্যারিসের ক্লাবটির কার্যালয়ের সামনে, পিএসজির অনুশীলন মাঠে এবং লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন