আর্কাইভ থেকে ক্রিকেট

মোস্তাফিজকে কোচ মানেন ভারতীয় পেসার সাকারিয়া

আইপিএলের মাঝ পথে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মোস্তাফিজুর রহমান উড়াল দিয়েছেন ইংল্যান্ডে। চেমসফোর্ডে জাতীয় দলের সঙ্গে তিনি অবস্থান করছেন।

আইপিএল ছেড়ে ইংল্যান্ডের পথে উড়াল দেওয়ার পথে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সে পোস্টেই ভক্তরা আবিষ্কার করেছেন মোস্তাফিজের নতুন পরিচয়। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এবং আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পেসার চেতন সাকারিয়ার ‘কোচ’ মোস্তাফিজ!

ইংল্যান্ডে রওনা হওয়ার আগে মোস্তাফিজ তার পোস্টে সেখানে লিখেছিলেন, 'এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। ইংল্যান্ডে রওনা হচ্ছি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ দলের জন্য আপনাদের সবার দোয়া চাই।'

কাটার মাস্টারের সেই পোস্টে সাকারিয়া কমেন্ট করেছেন, 'শুভ কামনা কোচ। কিছু টিপস পাঠান।'

দিল্লি ক্যাপিটালসে খেলার সুবাধে দুজনের পরিচয় বছরখানেক আগে। দিল্লির অনুশীলনে প্রায় তাকে মোস্তাফিজ থেকে পরামর্শ নিতে দেখা যেত। এবার তিনিই প্রকাশ্যেই উল্লেখ করলেন কোচ হিসেবে। মূলত মোস্তাফিজের মতো সাকারিয়াও বাঁহাতি পেসার। হয়তো তার কাছ থেকে রপ্ত করতে চান বিশেষ কৌশল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন