আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চম ধাপে ইউপি ভোটগ্রহণ ৫ জানুয়ারি

পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণে তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী এসব ইউনিয়নে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি, ২২২২ সালে।

আজ শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ তফসিল ঘোষণা করেন করছেন নির্বাচন কমিশন সচিব (ইসি সচিব) হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ ডিসেম্বর, যাচাই-বাছাই ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর।

তিনি জানান, ৩১ জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন