আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনার নতুন ভ্যারিয়েন্ট : দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের ঘটনায় দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগের স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২৭ নভেম্বর)দুপুরে এক অডিও বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি। এই ভাইরাসটি খুবই এগ্রেসিভ বলে জেনেছি। তাই আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামক করোনার নতুন ভ্যারিয়েন্টর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয় অবগত রয়েছে। এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, সব এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সকল প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন