আর্কাইভ থেকে বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ৯০তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। 

সচিব বলেন, ‘আগামী সপ্তাহে কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণঞ্জ সিটির ভোট হয়েছিলো। বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্র জানায়, আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি নারায়ণগঞ্জ সিটির ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন