আর্কাইভ থেকে বিএনপি

প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, বিএনপি। 
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবীসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। 

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন বেগম জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করা প্রয়োজন, কিন্তু সরকার জিয়াকে বিনাচিকিৎসায় মেরে ফেলতে চায়। 

গত বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮দিনের কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সরোয়ার, আসাদুজ্জামান নেসার, আনু মোহাম্মদ শামীম আজাদ, আজহারুল হক মুকুল, এবিএম পারভেজ রেজা, লিটন মাহমুদ, শাহাবুদ্দিন মুন্না, ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, কাদের হালিমী, ইলিম মোহাম্মদ নাজমুল আলম, আকতারুজ্জামান বাচ্চু, মোস্তাফিজুর রহমান মনির, আরিফুর রহমান আরিফ, আজগর হায়াত লিমন, মোখলেছুর রহমান, তকদির হোসেন স্বপন, আশ্রাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ দলীয় নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ নভেম্বর হতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশের যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টারে নেওয়া দরকার। কিন্তু যাওয়ার সরকারি অনুমতি না পাওয়ায় গত ১৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন