যেভাবে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার (৯ মে)ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে এই সিরিজের ম্যাচ গুলো সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব নেয়নি।
তবে,আইরিশদের বিপক্ষে এই সিরিজটি দেখা যাবে বিনামূল্যে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কল্যাণে দেখা যাবে সাকিব-তামিমদের খেলা।
সংস্থাটির টিভির সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।
আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে বিনামূল্যে করা যাবে এই একাউন্ট।
আইসিসি সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।