মদিনা মসজিদে নববীর ইমাম মারা গেছেন
মদিনার মসজিদে নববীর ইমাম আল শেখ ক্বারী মুহাম্মাদ খলিল মারা গেছেন। দীর্ঘ বছর ধরে ক্বারী মুহাম্মাদ খলিল মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মসজিদ আল কাবারও ইমাম ছিলেন। মুসলিম বিশ্বে তিনি অত্যন্ত সুপরিচিত এক ইমাম ছিলেন। তার সুরেলা কুরআন তেলাওয়াত এবং ইসলামিক জ্ঞান যে কাউকে মুগ্ধ করত। তার মৃত্যুতে অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৮ মে) স্থানীয় সময় মাগরিবের নামাজের পর মসজিদ আল নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জীবনের দীর্ঘ সময় তিনি এখানে অতিবাহিত করেছেন।
তার জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। যাদের মধ্যে রয়েছে সৌদি ও বিদেশি নাগরিক।
হারামাইন শরীফাইন এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ক্বারী মুহাম্মাদ খলিল মসজিদে নবীবিতে তারাবির নামাজে গেস্ট ইমান হিসেবে দায়িত্ব পালন করতেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে মুসলিম কমিউনিটি। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।