কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট দিবস পালিত
সারাবিশ্বের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেন্রি ডুনান্টের ১৯৫ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ সোমবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিস থেকে কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং পৌরসভার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী নিয়ে একটি শান্তি র্যালী শহর প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী এটিএম আকতার হোসেন চিনু, কার্যনির্বাহী সদস্য কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, অলক সরকার, ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজীদ, সাবেক যুব প্রধান ইউসুফ আলমগীর, আহম্মেদ শাওন, যুব প্রধান সৌরভ কুমার ঘোষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কেটেঁ এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।