আর্কাইভ থেকে ক্রিকেট

ফিরলেন আশা দেখানো শান্ত-হৃদয়, চাপে বাংলাদেশ

দলীয় রান পেরিয়েছিল শতক, সেই সাথে শান্ত-হৃদয় জুটিও পৌঁছেছে ৫০ রানে। আর হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা নাজমুল হোসেন শান্ত ক্যাম্ফারকে ঘুরিয়ে তুলে মারতে গিয়ে  ডিপ স্কয়ারে লেগে থাকা ফিল্ডারের কাছে তালুবন্ধি হন।

সেই সাথে বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে ১০২ রানে। নাজমুল ফিরেছেন ৪৪ রান করেই, খেলেছেন ৬৬ বল।

এরপর দলের স্কোরলাইনে ২০ যুক্ত হতেই  গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বাইরে লাইন ধরে রাখা বলে খোঁচা মারেন তাওহিদ হৃদয়।  ৩১ বলে ২৭ রানের উইকেটের পেছনে নেওয়া লরকান টাকারের দুর্দান্ত ক্যাচে ফির যান তিনি।

এর আগে মঙ্গলবার চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।  শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খালি হাতে ফেরেন লিটন দাশ। দলীয় ১৫ রানে ১৩ রান করে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। কিছুটা মারকুটে ব্যাটিং শুরু করা সাকিব আল হাসান ফিরেন ২০ রান করেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন