দুইশ’র ঘরে বাংলাদেশ, জন্মদিনে অর্ধশতক করে ফিরলেন মুশফিকের
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে মুশফিক গড়েছিলেন। আজ ৩৬ বছর পূর্ণ করার দিনে পেলেন ফিফটির দেখা।
৪২তম ওভারের শেষ ওভারের শেষ বলে ১ রান নিয়ে জন্মদিনের উপহার পেলেন মুশফিক। ক্যারিয়ারের ৪৪তম ফিফটি পেলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। ৫০ রানে পৌঁছাতে তাঁর লেগেছে ৬৩ বল।
ব্যক্তিগত সংগ্রহে আর ১১ রান তুলতেই লিটলের করা অফ স্টাম্পের বেশ বাইরের শর্ট বলে ব্যাট চালিয়ে পয়েন্টে স্টিফেন ডোহেনির হাতে ধরা পড়েছেন মুশফিক। ৭০ বলে ৬১ রানের ইনিংসটি মুশি সাজিয়েছেন ৬টি চারে।
এর আগেই বাংলাদেশের রান পৌঁছেছিল দুইশ’র ঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২২ রান।