আইরিশদের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে এসে ‘বার্থডে বয়’ মুশফিকুর রহিমের অর্ধশতকে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোরডে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। প্রথম ওভারেই জস লিটলের বলে খালি হাতে লিটন ফিরলে ১৩ রান করে ফেরেন তামিমও।
ওয়ানডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে সাকিব আল হাসান উইকেটে থিতু হবার আগেই ২০ রান করেই ফিরে যান। এরপর তৌহিদ হৃদয় ও নাজমুল শান্ত মিলে গড়েন ৫০ রানের জুটি।
তবে ক্যাম্ফারকে ঘুরিয়ে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ারে লেগে থাকা ফিল্ডারের কাছে শান্ত তালুবন্ধি হলে ভেঙ্গে যায় জুটি। আউট হওয়ার আগে শান্ত করেন ৪৬ রান। এরপর টিকতে পারেননি হৃদয়ও ফিরে যান ২৭ রানে।
৬ নম্বরে নেমে চাপে পড়া দলের হাল ধরেন আজকের দিনে ৩৬ বছর পূর্ণ করা মুশফিক। তাঁর ৬১ রানের ইনিংসের সাথে মেহেদী মিরাজের ২৭, তাইজুলের ১৪ ও সরিফুল ইসলামের ১৬ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।