আর্কাইভ থেকে ফুটবল

ক্লাব বদল নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রমাণ নেই : হোর্হে মেসি

লিওনেল মেসির ক্লাব বদল নিয়ে সংবাদমাধ্যম যা প্রকাশ করে তাঁর প্রমাণ নেই। চারপাশে ভুয়া খবরে পূর্ণ। সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে সৌদি ক্লাব আল হিলালের চুক্তি সম্পন্ন হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গে এ কথা বলেন লিওনেল মেসির বাবা জর্জ হোর্হে মেসি।

দলবদলে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো জানিয়েছেন এ তথ্য।

মেসির বাবা জানান, পরের মৌসুমের জন্য কোন ক্লাবের সাথে একবারেই কিছু চূড়ান্ত হয়নি। মৌসুম শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। পিএসজির সাথে চলতি মৌসুম শেষ হওয়ার আগে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না।

মেসির বাবা আরও জানান, লিওনেল মেসির নাম সব সময় ব্যবহার করা হয়। তবে এতটুকু নিশ্চত যে স্বাক্ষরিত সম্মত বা এমনকি মৌখিকভাবে সম্মত হওয়ার মতো কিছুই হয়নি এবং  মৌসুম শেষ হওয়ার আগে হবেও না।

এর আগে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে  মেসি আগামী মৌসুমে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এ চুক্তির জন্য জড়িত এক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছিল সংবাদ সংস্থা এএফপি। তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম উল্লেখ করেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন