পুরনো ভিডিওতে নতুন করে শিল্পা শেঠি
শিল্পা শেঠি নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্তদের। গোবিন্দা থেকে শুরু করে অনিল কাপুর, শাহরুখ খান, সালমান খান, সুনীল শেঠি, অভিষেক বচ্চন, সানি দেওলের মতো একাধিক তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে যাননি তিনি।
বর্তমানে একাধিক নাচের রিয়্যালিটি শোতেও বিচারক আসনে দেখা মেলে তার। অভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। শরীরচর্চা ও ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না এই ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি হলুদ টাইট পোশাকে দেখা গেছে। এদিন শুটিং পাড়াতেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। নিজের মেকাপ ভ্যানে ওঠার আগেই তিনি ধরা দিয়েছেন ক্যামেরায়। খোলা চুলে, ওয়ান সাইডেড অফশোল্ডার, লং হাই থাই স্লিটেড পোশাকে ছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে হাই হিলে ছিলেন তিনি। শুটিং ফ্লোর থেকে মেকাপ ভ্যানে যাওয়ার সময়ই হাঁটতে হাঁটতেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে দিয়েছিলেন পোজ। আপাতত, সেই ঝলকই ইউটিউবের ‘ফিল্মি ক্রেজি’ নামের চ্যানেল থেকে শেয়ার করে নেয়া হয়েছিল দুই বছর আগে। যেটি দেখে একাংশের মনে হয়েছে, এদিন এই পোশাকে অভিনেত্রী কিছুটা হলেও ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়েছিলেন। বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী হিসেবে এই ধরনের পোশাকে যথেষ্ট অভ্যস্ত অভিনেত্রী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।