আর্কাইভ থেকে বাংলাদেশ

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলী

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে কনকাশন ইনজুরিতে মাঠ ছেড়েছিলেন ইয়াসির আলী রাব্বি। মাথায় লাগা বাউন্সারে ২৪ ঘণ্টার জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন এই ক্রিকেটার। 

চতুর্থ দিনের ড্রিংকস ব্রেকের এক ওভার আগে শাহীন শাহ আফ্রিদির বাউন্স হতে যাওয়া বলটাকে ছেড়ে দিতে গিয়ে হেলমেটের পেছনে আঘাত পান ইয়াসির। ফিজিও, সতীর্থরা ছুটে এসে তার অবস্থা পর্যবেক্ষণ করে আবার ফিরে যান ড্রেসিং রুমেই। 

এরপর অবশ্য কিছুক্ষণ ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন রাব্বি। কিন্তু ড্রিংকস ব্রেকের পর তিনি মাঠ থেকে বেরিয়ে যান। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে ৭২ বলে ৩৬ রান থাকলেন ইয়াসির। 

হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যান করা হয়েছে ইয়াসিরের। রিপোর্ট অনুযায়ী গুরুতর কিছু ধরা পড়েনি। তবে ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ফলে এই টেস্টে আর খেলা হচ্ছে না তার।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন