আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে স্বামীর সামনেই ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্ত্রীর

রাজশাহীতে রেললাইনে স্বামীর সামনেই ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৮টার দিকে ওই নারী ও তার স্বামী ডিঙ্গাডোবা এলাকায় নামেন। তার স্বামী মোটরসাইকেল পার্ক করছিলেন। ওই নারী রেললাইনের পাশে অবস্থিত বস্তির দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রেন চলে আসে। তাকে কয়েকজন ডাক দিয়ে সর্তক করলেও তিনি শুনতে পাননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেনে কাটা পড়ে নিহত ওই নারী গ্রামীণ ব্যাংকের কর্মী, নাম ডলি পারভিন (৩৭)। তাদের গ্রামের বাড়ি নাটোরে। তিনি গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন।

তার স্বামী আব্দুস সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত। তারা মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে আব্দুস সবুর বলেন, প্রতিদিনের মতো আমরা টাকা কালেকশনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। আজ আমি ডিঙ্গাডোবা মোড়ে গাড়ি পার্ক করার জন্য থামলে সে বাইক থেকে নেমে বস্তির দিকে যায়। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন ডলি পারভিনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের ওপর পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।

পরে খবর পেয়ে রাজপাড়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ সম্পর্কিত আরও পড়ুন