আর্কাইভ থেকে টুকিটাকি

যুব উন্নয়ন বিভাগের মুল্যায়ন ও বাস্তবায়ন বিষয়ে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ঋন ও আত্মকর্মসংস্থান কর্মসুচির মুল্যায়ন ও বাস্তবায়ন বিষয়ে রংপুর বিভাগীয় কর্মশালা বৃহস্পতিবার পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত। যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আহজারুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুর রেজ্জাক ও কে এম মফিজুল ইসলাম বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনগোষ্ঠী তৈরী ও অতি সহজে ঋন প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরিকরণ,উদ্যোক্তা তৈরী এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মাধ্যমে রেমিটেন্স বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় রংপুর বিভাগের ৮ টি জেলা ও উপজেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। পরে দুইজন সফল খামারির মাঝে ৪ লক্ষ টাকার ঋনের চেক প্রদান করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন