আর্কাইভ থেকে জাতীয়

ওমিক্রন অত্যন্ত উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন অত্যন্ত উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে বলে সোমবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ওমিক্রন মোকাবেলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে এটি ছড়িয়েছে ১৭টিরও বেশি দেশে। 

এদিকে, ওমিক্রনে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সাথে একই সুরে কথা বলেছেন সংক্রামক বিশেষজ্ঞ আন্থনি ফাউচিও। 

অপরদিকে, সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। 

ওমিক্রন মোকাবেলায় আফ্রিকার দেশগুলিকে ভ্যাকসিন এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। 

এ সম্পর্কিত আরও পড়ুন