আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির কারণে বিলম্ব টস

আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচেও টস মাঠে গড়ানোর আগেই বাগড়া দিয়েছে বৃষ্টি।

আজ (১২ মে) দিনের শুরুতে অবশ্য বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখনও চেমসফোরডে ছিল ঝলমলে রোদ। এরপর ক্রিকেটাররা মাঠে পৌঁছে অনুশীলনেও অংশ নেন।

UPDATE: 🌧🌧🌧

Rain is falling and the toss has been delayed. The umpires are out in the middle inspecting 🤞

WATCH: https://t.co/HOkBBu6oBL
SCORE: https://t.co/epQHAclj0P#BackingGreen ☘️🏏 #IREvBAN pic.twitter.com/x9hzUPNCxC

— Cricket Ireland (@cricketireland) May 12, 2023

অনুশীলন শুরু পর বৃষ্টি না থাকলেও, আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। কিন্তু টসের আগমুহূর্তে বৃষ্টি নামে ইংল্যান্ডের আকাশ থেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন