টানা তিন ম্যাচে জয় শূন্য রিয়াল, শীর্ষে বার্সালোনা
লা লিগায় শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। গতরাতে (৩০ নভেম্বর) জিরোনার মাঠে ১-১ গোলের ড্র-তে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোস। এর আগে এলচের বিপক্ষে ২-২ গোলে এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল জাবি আলোনসোর শিষ্যরা।
পরশু রাতে বার্সেলোনা আলাভেজকে হারিয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠায় রিয়ালের ওপর আগে থেকেই চাপ ছিল বাড়তি। জিরোনার বিপক্ষে জিতলে সেই স্থান আবার পুনরুদ্ধার করতে পারত রিয়াল। কিন্তু একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় আদায় করতে পারেনি। ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখেছে রিয়াল, নিয়েছে ২৫টি শট। তবুও ফলাফল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শেষে।
প্রথমার্ধে মিলিটাওয়ের দুটি হেড গোলমুখে বিপজ্জনক হলেও জালের ঠিকানায় পৌছাতে পারেনি। এমবাপ্পের একটি গোল ভিএআরে বাতিল হওয়ায় আক্ষেপ আরও বাড়ে। উল্টো বিরতির ঠিক আগে দ্রুত পাল্টা আক্রমণে গোল করে জিরোনাকে এগিয়ে দেন অ্যাজেডিন ঔনাহি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের রাশ ছিল রিয়ালের হাতে। ৬১ মিনিটে ভিনিসিয়ুসের শট অফসাইডে বাতিল হয়। এর চার মিনিট পরেই এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। চলতি মৌসুমে লিগে এটি তার ১৪তম গোল। শেষ দিকে একের পর এক আক্রমণ করলেও জালের দেখা আর পায়নি রিয়াল মাদ্রিদ।
লা লিগায় ১৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৩৩, অবস্থান দুইয়ে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। জিরোনা ১২ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।
এসএইচ//