আর্কাইভ থেকে জাতীয়

দাম বাড়ানোর পরেও কাটেনি চিনির সংকট

আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান মূল্যের পরিপ্রেক্ষিতে দেশের বাজারে প্রতি কেজি চিনির দাম ১৬ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। চিনির দাম বাড়ানোর পরেও সংকট কাটেনি বলে দাবী করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১২ মে) রাজধানীর কাওরান বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, দাম বাড়ানোর পরেও বাজারে এখনো সংকট রয়েছে।

সরবরাহ কম থাকায় সংকট তৈরি হওয়ায় অকেকে বাড়তি দামে বিক্রি করছে চিনি এবং রাখছেন লুকিয়ে। কয়েকজন ব্যবসায়ী বলেন পরিচিত ক্রেতা ছাড়া চিনি বিক্রি করছেননা তারা।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিশোধিত খোলা চিনির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। প্যাকেটজাত পরিশোধিত চিনির দাম কেজি প্রতি ১০৯ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছে।

বিশ্বে চিনির অন্যতম বৃহৎ উৎপাদক ভারতসহ অন্যান্য দেশে উৎপাদন ও সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ব বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চিনি।

https://youtu.be/7IiZSM4QM6g

এ সম্পর্কিত আরও পড়ুন