আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টার দিকে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৩ মে) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেবেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেয়া হবে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা বলেন,  ১৪, ১৫ ও ১৬ মে বিশেষ সতর্ক অবস্থানে আছি আমরা। এরই মধ্যে বরিশাল নদী বন্দরের সব লঞ্চ কর্মচারি ও মালিকদের চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ বরিশালের কর্তৃপক্ষ। এরই মধ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা সার্বক্ষণিক মনিটরিং রাখবে নৌ পথের।

এদিকে লঞ্চ কর্মচারি ও মালিকরা বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশনায় আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। তারা যেভাবে নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করে যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন