আর্কাইভ থেকে খেলাধুলা

বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ থাকবেন, আশা বিসিবি সভাপতির

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই সিরিজে মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফিনিশারের ভূমিকায় ধারাবাহিকভাবে রানও করছেন তিনি।

তবু চলতি বছরের ভারতে অনুষ্ঠেয় ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ থাকবেন বলে আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজ উপলক্ষ্যে বিসিবি সভাপতিও আছেন ইংল্যান্ডে। চেমসফোর্ডে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের সাথে আলাপচারিতায় পাপন বলেছেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবে।’

বিশ্বকাপের দল নিয়ে চলমান এই পরীক্ষা–নিরীক্ষার আগামী মাসের আফগানিস্তান সিরিজে শেষ হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এশিয়া কাপের দলটিই হবে বিশ্বকাপের দল, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে। এশিয়া কাপে যে দলটা হবে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন