আর্কাইভ থেকে ক্রিকেট

পয়েন্ট টেবিলের তিন নম্বরে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর অভিষেক সেঞ্চুরিতে পাহাড়সম রান টপকে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

আর এমন জয়ের পরে এবার আইসিসির কাছ থেকেও সুখবর পেল টাইগাররা। ভারতকে টপকিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে বাংলাদেশ।

ওয়ানডে সুপার লিগের সবশেষ সিরিজ হিসেবে আইরিশদের বিপক্ষে খেলছে তামিম-সাকিবরা। আজ শনিবার (১৩ মে) ‍পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা প্রকাশ করে আইসিসি। প্রকাশিত পয়েন্ট টেবিলে দেখা যায় ১৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান টাগারদের।

 

১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইংল্যান্ড। ১৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। আর ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে চারে ভারত। শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয় পেলে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে বিশ্বকাপে খেলতে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।

এ সম্পর্কিত আরও পড়ুন