আর্কাইভ থেকে আইন-বিচার

তাহের হত্যা: দুই আসামির রিটের শুনানি আজ

সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ না করে স্বীকারোক্তি নেয়ার বিষয় চ্যালেঞ্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীর হোসেনের করা রিটের শুনানি আজ।

রোববার (১৪ মে) তাদের আইনজীবী মো. তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রিট দুটি শুনানির জন্য আজকের কার্যতালিকায় আছে। আমরা আদালতের শুরুতেই মেনশন করে সময় নেব। দুপুর ২ টার পর শুনানি করবো।

তাজুল ইসলাম জানান, ঈদুল ফিতরের আগে এ বিষয়ে পৃথক দুটি রিট আবেদন দায়ের করা হয়। মহিউদ্দিনের পক্ষে রিট করেছেন তার স্ত্রী ইশরাত জাহান আর জাহাঙ্গীরের পক্ষে করেছেন তার ভাই।

তিনি আরও বলেন, আইন অমান্য করে তাদেরকে সাজা দেয়া হয়েছে। এ মামলায় এই দুই আসামিকে স্বীকারোক্তি নেয়া হয়েছে যথাযথ আইন অনুসরণ না করেই। আমরা এ বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেছি।

কবে নাগাদ শুনানি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সপ্তাহে কোর্ট বন্ধ। খুললে তারপর শুনানি করা হবে।

সম্প্রতি রাবির খনি বিদ্যা ও ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এস তাহের হত্যা মামলায় এই দুই আসামির ফাঁসির সাজা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন