আর্কাইভ থেকে দেশজুড়ে

কিশোরগঞ্জে সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুরে শিশুসন্তান আলিফকে সঙ্গে নিয়ে জোনাকি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পর শাশুড়ি ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

সোমবার (১৫ মে) উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা দরজা ভেঙে এক রশিতে সন্তান ও অন্য রশিতে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মা ও সন্তানকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে, ঘটনার পর থেকে শাশুড়ি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন