রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা না দেয়া সরকারের দায়িত্বহীনতা
রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা না দেয়া এক ধরনের দায়িত্বহীনতা। এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করবে। দেশের জন্য বড় ক্ষতি হবে যা পরবর্তীতে প্রভাব পড়বে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন। গতকাল সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করার কথা জানানো হয়। শুধু রাষ্ট্রদূতদের নয়, মন্ত্রীদের প্রটোকল থেকেও পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। আনসার নিয়ে গঠিত নতুন আর্মড রেজিমেন্ট দিয়ে নিরাপত্তা দেয়া হবে।
সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য গণমাধ্যমকে জানানোর পর বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন বলেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পাওয়ায় হয়তো সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি আন্দোলন করেছে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য। সংসদ থেকে বেরিয়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল বিএনপির।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৯ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচির ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে।