বাংলাদেশিদের মধ্যে ওয়ানডে সুপার লিগে সেরা তামিম-সাকিব
বাংলাদেশের ক্রিকেটে প্রায় একই সময় আগম ঘটেছে টাইগারদের অন্যতম সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। বাংলাদেশের ক্রিকেটে দীঘদিন ধরে ওপেনিং করে আসছেন তামিম ইকবাল। টাইগার ব্যাটারদের মধ্যে যতো ব্যাটিং রেকর্ড আছে তাঁর অধিকাংশ তামিমের দখলে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারতো বটেই, তর্কসাপেক্ষে সেরা ব্যাটারও বলা হয় এই কাপ্তানকে। তারপরও ক্যারিয়ারের গোধূলি বেলায় সমালোচনা হয় তাঁর পারফরম্যান্স নিয়ে।
সমালোচনার কারণ অবশ্য তার সাম্প্রতিক ফর্ম আর স্ট্রাইক রেট নিয়ে। অথচ ২০২০-২০২৩ সাল পর্যন্ত চলামান আইসিসি ওয়ানডে সুপার লিগের পরিসংখ্যান বলছে টাইগারদের সেরা ব্যাটার তামিম।
ইতোমধ্যেই আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের ২৪ ম্যাচের সবকটিই খেলে ফেলেছে বাংলাদেশ। যেখানে সবগুলো ম্যাচেই দলের হয়ে মাঠে নামা টাইগারদের অধিনায়ক ২৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে সংগ্রহ করেছেন ৭৮৩ রান। যার ভেতরে একটি শতকের পাশপাশি ৬ টি অর্ধশতক এসেছে তামিমের ব্যাট থেকে। যা বাংলাদেশ হয়ে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। আর সব দেশ মিলিয়ে সেরা ব্যাটারদের তালিকায় তিনি অবস্থান করেছেন সাতে।
তামিম ব্যাটিং করেছেন প্রায় ৭৬ স্ট্রাইকরেটে। তামিমের নিচে থাকা মুশফিকুর রহিম ও লিটন দাশও যে খুব বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন তা কিন্তু নয়। দুজনেরি স্ট্রাইক রেট ৮০ নিচে।
বোলিংয়ে সুপার লিগে বাংলাদেশিদের মধ্যে শীর্ষ সাকিব আল হাসান। ২০ ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডার সংগ্রহ করেছেন ৩১ উইকেট। সবদেশ মিলিয়ে ৬ নম্বরে আছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া ৯ নম্বরে অবস্থান করছেন আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ, ২৩ ম্যাচে তার শিকারের সংখ্যা ৩০ উইকেট।
অবশ্য সার্বিক পরিসংখ্যানে তামিম-সাকিব-মিরাজদের অবস্থান পরিবর্তন হতে পারে। কারণ সুপার লিগে বাংলাদেশের খেলা শেষ হলেও বাকি আছে অন্য দেশের ম্যাচ। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ১৫টি জয়ে ১৫৫ পয়েন্ট নিয়ে ভারত অস্ট্রেলিয়া উপরে ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।