আর্কাইভ থেকে ক্রিকেট

৫ ক্রিকেটারকে ছাড়াই দেশে ফিরলো টাইগাররা

ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় হযরত ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।

তবে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান সহ ৫ ক্রিকেটার দলের সঙ্গে দেশে ফিরেননি। লন্ডনে ছুটি কাটাবেন তারা। আর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সাকিব আল হাসান।

আর আগামী ১৪ জুন আফগানিস্তানে সঙ্গে সিরিজের আগে আর কোন ম্যাচ না থাকায় লম্বা ছুটি পাচ্ছে ক্রিকেটাররা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।

এর আগে, আইরিশদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে এবং শেষ ম্যাচে ৫ রানে জয় পায় তামিম ইকবালের দল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন