বিনা হেলমেটে বাইকে অনুষ্কা, জরিমানা গুণলেন কত টাকা
পরনে সাদা চেক শার্ট, চোখে রোদচশমা, হাতে ব্যাগ নিয়ে সটান দেহরক্ষীর বাইকে উঠে পড়েন আনুষ্কা শর্মা। মুম্বাইতে সকালে বেশ যানজট। তা এড়াতেই ভরা রাস্তা দিয়েই শুটিং স্পটে পৌঁছতে দেরি হয়। সেই কারণে দেহরক্ষীর বাইকে চেপে গন্তব্যে যান অভিনেত্রী। কিন্তু যেটা নজরে পড়ে সেটা হল, হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হয়েছেন অভিনেত্রী ও তার দেহরক্ষী।
তবে ওই একই দিনে বিনা হেলমেটে ছবি দেন অমিতাভ বচ্চন। তিনিও ছিলেন হেলমেটবিহীন। ঘটনাটি দৃষ্টি আকর্ষণ করে মুম্বাই পুলিশের। সমাজমাধ্যমেই অমিতাভ এবং আনুষ্কার ভাইরাল ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ট্যাগ করেছিলেন মুম্বাই পুলিশকে।
পুলিশ জবাবে লেখে, “আমরা ট্র্যাফিক শাখাকে বিষয়টি জানিয়েছি।’’ এ ঘটনার পরই জরিমানা দিতে হল অভিনেত্রীর দেহরক্ষী সোনু শেখকে।
যেহেতু গাড়িটি সোনু চালাচ্ছিলেন, তার মাথায় হেলমেট না থাকায় তার বিরুদ্ধে চালান কাটা প্রায় ১০,৫০০ টাকা জরিমানা দিতে হবে তাকে। যদিও অনুষ্কার বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নেয়া হয়নি।