আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় খোসা সহ লিচু আটকে রায়হান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রায়হান ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আজ বুধবার (১৭ মে) উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, শিশু রায়হানের মা বুধবার দুপুরে বাড়ির গাছের কয়েকটি লিচু তাকে খেতে দেন। এ সময় রায়হান হঠাৎ একটি লিচু খোসা সহ মুখে দিলে তার গলায় আটকে যায়। এসময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা সুলতানা মিলি তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন