আর্কাইভ থেকে ভর্তি -পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

তৃতীয়বারের মতো দেশের ২২টি সমন্বিত সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার)। ‘বি’ ইউনিট (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা নিতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এবারে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৭ হাজার ৭৪৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৬ হাজার ৪৩৪টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ১৩ জন। এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর। বিপরীতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০। দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে আগামীকালের পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জবি। এ ব্যাপারে জবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড রইস উদ্দীন। তিনি বলেন, জবিতে ‘বি’ ইউনিটে পরীক্ষা দিতে আবেদন করেছেন ২১ হাজার ৬৫ জন শিক্ষার্থী। এসব আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে জবি ক্যাম্পাসে পরীক্ষা দেবেন ১২ হাজার ৮৪৫ জন। এছাড়া ক্যাম্পাসের বাইরে তিনটি উপকেন্দ্রেও কিছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এ তিনটি উপকেন্দ্র হল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, নটরডেম কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা দেবেন ৩ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী, নটরডেম কলেজে পরীক্ষা দেবেন ৩ হাজার ১০৪ জন ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবেন ১ হাজার ৭২০ জন ভর্তিচ্ছু।

প্রসঙ্গত, আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন