বিএনপি ‘জং ধরা’ দল : তথ্যমন্ত্রী
বিএনপি ‘জং ধরা’ দল; নেতা-কর্মীদের চাঙা করতে মাঝে মাঝে আন্দোলনের কর্মসূচি দেয়। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার (১৯ মে) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বুঝতে ব্যর্থ বিএনপি নেতারা। তাই সরকার প্রধানের সফর নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তারা।
ড. হাছান মাহমুদআরও বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, তিনি তার এবং তার মেয়েদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইডল।
তথ্যমন্ত্রী বলেন, যে বিশ্ব ব্যাংক আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো, তারা নিজেরাই প্রস্তাব দিয়েছে সোয়া দুই বিলিয়ন ডলার বাংলাদেশকে সহায়তা করার। আর জাপানও আমাদের বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তা করবে বলে জানিয়েছে।
এ সবই বলে দেয়, বিশ্বের কাছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে।